সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত
সাতক্ষীরায় ‘আমাদের কর্মই আামাদের ভবিষ্যৎ,পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও খাদ্য মেলার উদ্বোধন করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সাতক্ষীরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম,মোস্তফা কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ।এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।কোন কৃষককে আর সার বা বীজ নেওয়ার জন্য প্রাণ দিতে হয় না।সরকার এখন সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার আমজাদ হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু,ভাইস চেয়ারম্যান এস,এম,মারুফ তানভীর হুসাইন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম,জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. জাকির হোসেন,জেলা প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম,জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য)মো.জসিম উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সদর উপজেলা সহকারী কৃষি অফিসার লাবনী সরকার,কৃষি সম্প্রসারণ অফিসার কিরণময় সরকার,রঘুজিতৎ গুহ,অমল ব্যানার্জী,মো.আফজাল হোসেন প্রমুখ।
পরে একই স্থানে জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত হয়।
দৈনিক সাতক্ষীরা ডেস্ক/পিএম/