বেশ কয়েকটি রেকর্ড ভাঙার পর এবার হৃতিক রোশন ও টাইগার শ্রফের ছবি ‘ওয়ার’
গান্ধী জয়ন্তীতে মুক্তি পেয়েছিল। তুলেছিল বক্স অফিসে তুফান। এখনো থেমে নেই। বেশ কয়েকটি রেকর্ড ভাঙার পর এবার হৃতিক রোশন ও টাইগার শ্রফের ছবি ‘ওয়ার’-এর চোখ ৪০০ কোটি রুপি সংগ্রহের দিকে। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও থেমে নেই এ ছবির জয়যাত্রা।
গত ৩ অক্টোবর মুক্তি পায় ‘ওয়ার’। প্রথম দিনই ভারতের ব্ক্স অফিসে সংগ্রহ করে ৫০ কোটি রুপি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবি দর্শক ও চলচ্চিত্রবোদ্ধা উভয়ের প্রশংসা কুড়িয়েছে। সেই প্রভাব পড়েছে বক্স অফিসেও। চলতি বছরে ভারতে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হতে আর মাত্র একদিন বাকি, এমনটাই বলছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক আজ টুইটার বার্তায় জানিয়েছেন, ভারতের বক্স অফিসে ২৭৫ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে ‘ওয়ার’। তাঁর হিসাবে [সপ্তাহ ২, হিন্দি ভার্সন] শুক্রবার ৭.১০ কোটি, শনিবার ১১.২০ কোটি, রোববার ১৩.২০ কোটি, সোমবার ৪.৪০ কোটি; মোট ২৬৪.৪০ কোটি রুপি। তামিল-তেলেগু মিলিয়ে মোট সংগ্রহ ২৭৬.৪০ কোটি রুপি।