ডিভোর্সি অসহায় সালেহা যৌন হয়রানীর শিকার(ভিডিও)
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের বৃদ্ধ ইসহাক বিশ্বাসের ডিভোর্সি কন্যা সালেহা একই ইউনিয়নের পাশের ওয়ার্ডে ৮ম শ্রেণী পড়ুয়া ছেলে নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। সম্প্রতি সাইহাটী গ্রামের মোহর আলীর পুত্র জয়নাল কর্তৃক যৌন হয়রানীর শিকার সালেহা। এ বিষয়ে জয়নালের পিতা মোহর আলী এবং ভাই বিল্লাল কে একাধিকবার নালিশ জানালে তারা (মোহর আলী,বিল্লাল) সালেহাকে বেধড়ক পিটায় এবং জীবন নাশের হুমকি দেয়।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য বিচার শালিস করে মীমাংসার পর ও থেমে যায়নি জয়নাল। বিভিন্ন সময় সালেহাকে যৌন হয়রানি সহ নানা রকম কুঃপ্রস্তাব দিতে থাকে লম্পট জয়নাল।
https://www.facebook.com/1097067257079185/videos/2665198753542453/
প্রতিনিয়ত এই অপ্রীতিকর ঘটনার হাত থেকে বাচতে গত ইং-১৫/১০/১৯ রোজঃ মঙ্গলবার সালেহা বাদী হয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক আজিম হোসেন বলেন, অভিযোগ পাওয়া মাত্রই ওসি স্যারের নির্দেশে অভিযুক্ত জয়নাল দের বাড়িতে যায়। অনেক খোজাখুজির পরও জয়নাল এবং তার পরিবারের অভিযুক্ত কোন সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছি, সত্যতা পাওয়া গেলে অবশ্যই অফিসার ইনচার্জ কালিগঞ্জ মহোদয়ের নির্দেশে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসী বলেন,অভিযোগের খবর পাওয়ার পর থেকেই জয়নাল,বিল্লাল ও তাদের পিতা মোহর আলী পলাতক।এলাকাবাসী এ প্রতিনিধিকে বলেন,এর আগে অন্তত ২০/২৫ টা যৌন হয়রানীর অভিযোগ উঠেছে জয়নাল ও বিল্লালের নামে। মধ্যবয়সী হওয়া সত্ত্বেও তারা দুই ভাই আজ অবধি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি।অসহায় সালেহা এবং এলাকাবাসী যথাযথ প্রশাসনের নিকট জয়নাল ও বিল্লালের কঠিন শাস্তির দাবী জানিয়েছেন।