বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যার ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবীর পাশাপাশি এ হত্যাকা-কে একদিকে বাক্স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত ও অন্যদিকে ছাত্র সংগঠন তথা শিক্ষাঙ্গনের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি হিসেবে উল্লেখ করে অবিলম্বে বুয়েটসহ দেশের সকল ছাত্র সংগঠনসহ শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর দাবীর সাথে একাত্বতা ঘোষণা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় স্বেচ্ছসেবক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
আজ সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে সনাক সভাপতি মোঃ আবুল বাসার (পলটু) এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আবরার ফাহাদ নৃশংস হত্যার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচার নিশ্চিত করতে হবে; সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিংসহ টর্চার সেল তৈরি বন্ধে কার্যকর উদ্বেগ গ্রহণ করতে হবে; প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে দলীয় প্রভাবমুক্ত সুস্থ ধারার ছাত্র রাজনীতি চালু করার ব্যবস্থা করতে হবে; আবরার হত্যাকান্ড ইস্যুতে সরকার শুধু প্রতিশ্রুতি নয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার করতে হবে; আমাদের স্বাধীন রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে; প্রতিটি রাজনৈতিক দল, দলীয় রাজনীতির প্রভাব মুক্ত ছাত্র রাজনীতি চালুর সংস্কার কর্মসূচি হাতে নিতেই হবে; সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে এনে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ফিরিয়ে দিতে হবে।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধসভার প্রতিনিধি মো: হোসেন, ‘ল’ স্টুডেন্ট ফোরাম সাতক্ষীরা এর সাধারণ সম্পাদক মো: অহিদুল ইসলাম, সভাপতি এস. এম. বিপ্লব হোসেন, স্বদেশ নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এডভোকেট ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন সনাক সাতক্ষীরার ইয়েস দলনেতা বিউটি আক্তার, সনাক সহ-সভাপতি ড. দিলারা বেগম, সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, কিশোরী মোহন সরকার, প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর সমন্বয়ক মো: মনিরুজ্জামান টিটু, স্বজন সদস্য মনিরুজ্জামান মুন্না, নিজ অধিকার এর নির্বাহী পরিচালক ড. দিলীপ কুমার দেবসহ সনাক পরিবারের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। মানববন্ধনের সঞ্চালনা করেন টিআইবির এলাকা ব্যবস্থাপক আবুল ফজল মোহাম্মদ আহাদ।