বিশ্ব মান দিবস আজ
আজ সোমবার, ১৪ অক্টোবর ৫০তম বিশ্ব মান দিবস। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–“ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন”।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
এছাড়া শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম পৃথক পৃথক বার্তা দিয়েছেন।
বিশ্ব মান দিবস উদযাপনে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
Please follow and like us: