আট উপজেলায় ভোটগ্রহণ চলছে
দেশের আটটি উপজেলা পরিষদ, দু’টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আটটি উপজেলা হচ্ছে– শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।
জানা গেছে, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এগুলো হচ্ছে– চাঁপাইনবাবগঞ্জ সদর, মেহেন্দীগঞ্জ, মহেশপুর ও কবিরহাট উপজেলা।
অপরদিকে শেরপুর সদর, আটপাড়া, কোটচাঁদপুর ও সাতকানিয়া উপজেলায় ভোট ব্যালট পেপারে হবে।
এছাড়াও আজ দু’টি পৌরসভা ও শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।
এর আগে ২০১৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।