কলারোয়ায় পল্লী চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টিবায়োটিকের সুষ্ঠু ব্যবহার বিষয়ক কর্মশালায়
সাতক্ষীরার কলারোয়ায় পল্লী চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টিবায়োটিকের সুষ্ঠু ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ ডা: কাজী শামসুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা প্রবীণ ডা: আব্দুল হান্নান, উপজেলা বিসিডিএস সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি সেলিম মো: সিদ্দিকী, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য ডা: মেহেদী হাসান, সুমন চৌধুরী প্রমুখ। এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন-কলারোয়া হাসপাতালের টিএইচও মেডিকেল অফিসার ডা: কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: বেলাল হোসেন। উল্লেখ্য-উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন গ্রাম ডা: অংশ গ্রহন করেন।
Please follow and like us: