বেনাপোল ভবের বেড় গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভবের বেড় এলাকা থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।সেসময় পুলিশকে দেখে পালিয়ে যায় দুই মাদক বহনকারী।
বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই রবিউল ইসলাম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে দুইজন মাদক বহনকারীকে ধাওয়া দিলে ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক দুই আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
Please follow and like us: