কাশিমাড়ী যুবলীগের উদ্যোগে এমপি জগলুল হায়দারকে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার সহ শ্যামনগর উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) বিকালে কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এমপি জগলুল হায়দারের নিজস্ব বাসভবনে তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীবৃন্দ। এর আগে যুবলীগের উদ্যোগে শতাধিক মোটর সাইকেল যোগে একটি আনন্দ শোডাউন কাশিমাড়ী নতুন বাজার হতে শুরু হয়ে নকিপুরে এমপি জগলুল হায়দারের নিজস্ব বাসভবনে গিয়ে শেষ হয়। এমপি জগলুল হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত নেতৃবৃন্দ ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মোটর সাইকেল শোডাউন যোগে পুনরায় কাশিমাড়ী বোল্লারটোপ মৎস্য সেটে এসে এক সমাবেশে একত্রিত হয়। এসময় ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল আলীম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, যুগ্ম-আহবায়ক ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, আব্দুল ওহাব পিয়াদা, রেজাউল হক, ইমাম তাজ মেহেদী হাসান, জাহিদুল ইসলাম জাহিদ ও সদস্য জাকির হোসেন প্রমুখ।