শ্যামনগরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
‘‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৬ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, ইউপি চেয়ারম্যান এ্যাড: শোকর আলী, ওএস কবির হোসেন, সদর ইউপি সচিব আমিনুর রহমান, নুরনগর ইউপি সচিব মোঃ আবু হেনা ইবনে মোঃ জাহির, ইউপি সদস্য পতিত পাবন মন্ডল, ইউপি সদস্য ফারুক মোড়ল প্রমুখ। আলোচনা সভায় জন্ম নিবন্ধন সম্পর্কে বিভিন্ন ইউনিয়ন সচিবদের প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার। উল্লেখ্য ২০০৭ সালে শ্যামনগরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর প্রচেষ্টায় খুলনা বিভাগের মধ্যে সর্ব প্রথম শ্যামনগর শতভাগ জন্ম নিবন্ধন সম্পন্ন হয়।