বরগুনায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ২০ মণ হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। তার নাম আবদুস সোবহান (৫৬)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ হরিণের মাংসসহ ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড।
Please follow and like us: