পাকিস্তানকে ৬৪ রানে হারাল শ্রীলঙ্কা
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো শ্রীলংকা। শনিবার রাতে সফরকারীদের দেয়া ১৬৫ রান তাড়ায় পাকিস্তান অল আউট হয়ে যায় ১০১ রানে। টস জিতে পাকিস্তান ফিল্ডিং নিলেও শ্রীলঙ্কার রানের গতি থামাতে পারেনি।
পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন ৩৭ রানে নেন ৩ উইকেট নেন হ্যাটট্রিকের সুবাদে। সোমবার এই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (গুনাথিলাকা ৫৭, ফার্নান্দো ৩৩, রাজাপাকাসে ৩২, শানাকা ১৭; হাসনাইন ৩/৩৭, শাদাব ১/৩৫)
পাকিস্তান: ১৭.৪ ওভারে ১০১ ( ইফতিখার ২৫, সরফরাজ ২৪, বাবর ১৩; উদানা ৩/১১, প্রদিপ ৩/২১, , হাসারাঙ্গা ২/২০)
Please follow and like us: