নতুন চমক অক্ষয়ের
বলিউড তারকাদের নিজেকে দর্শকদের সামনে একেক সময় একেকভাবে উপস্থাপন নতুন কিছু নয়। নতুন সিনেমায় নতুন সাজে হাজির হন তারা। এবার এমনই এক ভিন্ন লুকে দেখা গেল অভিনেতা অক্ষয় কুমারকে। আর তার এই লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই তা ভাইরাল!
ছবিটিতে তাকে দেখা যায়, পরনে লাল শাড়ি, কালো ব্লাউজ, কপালে টিপ, গলায় রয়েছে হার, কানে ছোট দুল, নাকে নাকছাবি। তাকে এমন অবতারে দেখে চমকে গিয়েছেন অনেকেই। পূজোর আগে এটা অক্ষয়ের বড় চমক বলে মনে করছেন সবাই। বৃহস্পতিবার ছবিটি টুইট করে অক্ষয় লেখেন, ‘নবরাত্রি মানেই অন্তরের দেবীকে শ্রদ্ধা জানানো এবং নিজের সীমাহীন শক্তির উত্সব, এই শুভ অনুষ্ঠানে আমি লক্ষ্মীরূপে আমার লুক প্রকাশ করলাম।’ অক্ষয় জানান, এই চরিত্র নিয়ে তিনি একইসঙ্গে উত্তেজিত ও কিছুটা ভয়ে আছেন।
গত কয়েকদিন ধরে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানীর ‘লক্ষ্মী বম্ব’ সিনেমার শুটিং নিয়ে জোর জল্পনা চলছে বলিউডে। তামিল হরর সিনেমা ‘কাঞ্চনা: মুনি ২’র রিমেক হলো লক্ষ্মী বম্ব। আর সেই সিনেমারই একটি স্টিল ছবি টুইট করেন অক্ষয়।
Please follow and like us: