দেবহাটায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস
দেবহাটায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার- প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।