সানি লিওনের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ!
নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন। ভক্তদের জন্য নিয়ে এসেছেন দারুণ একটি সুযোগ। সিনেমা দিয়ে নয়, এবার সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করাসহ একান্তে সময় কাটাবেন বলেও কথা দিয়েছেন সানি লিওন।
এ বিষয়ে ভক্তদের জানাতে সানি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারো সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান।
‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন বলিউডের এই তারকা।
বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে, এখন ভক্তদের অপেক্ষায় রয়েছেন সানি লিওন।