নদীতে ডুবে লাশ হলো স্কুলছাত্র
পাবনার চাটমোহর উপজেলার রামনগর ঘাট এলাকায় বড়াল নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শরীফ হোসেন উপজেলার বিলচলন ইউপির দোলং উত্তরপাড়া গ্রামের রবিউল করিমের ছেলে ও রামনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সহপাঠীদের সঙ্গে বড়াল নদীতে কলাগাছ নিয়ে গোসল করতে যায় শরীফ। একপর্যায়ে কলাগাছটি ধরে মাঝ নদীতে গেলে ডুবে যায়। পরে স্থানীয়রা ও তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। ঘণ্টাখানেক পর ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us: