তেল নিয়ে বাড়ি ফেরা হলো না আব্দুস সাঈদ ময়নার:পরিবহন আটক
সাতক্ষীরা কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মংস্য ব্যবসায়ী গাজী আব্দুস সাঈদ ময়না (৪৫)নিহত । আজ দুপুরে সাতপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সাঈদ ময়না মৌতলা এলাকার মৃত কাজী এমদাত হোসেনর ছেলে ।
কলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেলের পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা গামী যাত্রী বাহী বাসের সাথে সংঘর্ষে হয় ।এবং ঘটনা স্থানেই তিনি মারা যান ।তিনি আরো বলেন পরিবহনটি আটক করা হয়েছে । পরিবহনের নাম্বার খুলনা মেট্রো-জ ১১০০৭৩।
Please follow and like us: