সদর উপজেলার ১০৬টি পূজা মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৫৩টন জিআর চাউল বিতরণ করলেন এমপি রবি
শারদীয় দূর্গাপূজা ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন হতে পূজা মন্ডপসমূহে বরাদ্দকৃত জিআর বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল সাড়ে ০৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন এবং মহান মুক্তিযু্দ্ধর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি গোষ্ঠবিহারী মন্ডল, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসিম কুমার দাস সোনা, নিত্যনন্দ আমিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহসহ সদর উপজেলার পূজা ম-পের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৬টি পূজা ম-পে ৫০০ কেজি করে মোট ৫৩ টন জিআর চাউল বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১০৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন।