শার্শার হাড়িখালী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১শিশু নিহত : আহত-১০
যশোরের শার্শায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুঁচেমোড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত আলেজা খাতুন (৩) রাজশাহীর শারনাল বিস্বাসের মেয়ে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান, শুক্রবার দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুঁচেমোড়া নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছে ও ১ শিশু নিহত হয়েছে।
Please follow and like us: