ফের তদন্তের মুখে গুগল-ফেসবুক-আমাজন
গুগল, ফেসবুক ও আমাজন এর মত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হুমকি হয়ে উঠছে কিনা যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস গঠিত তদন্ত কমিটি সেটা আবারও খতিয়ে দেখবে। ব্লুমবার্গের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে ভেলাসবাকোয়েজ এর মুখপাত্র বলেন, চেয়ারপারসন বিশ্বাস করেন ব্যবসার ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোরও প্রতিযোগিতার সমান ক্ষেত্র পাওয়ার অধিকার রয়েছে। বর্তমানে প্রাপ্ত সুবিধাকে কাজে লাগিয়ে ছোট প্রতিষ্ঠাগুলো কীভাবে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ই-কমার্স বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে আছে, তা এই তদন্তের মাধ্যমে জানা যাবে।
এর আগেও গুগল, ফেসবুক ও আমাজন এরকম তদন্তের মুখোমুখি হয়েছিলো। তদন্তের ব্যাপারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনও কোনো মন্তব্য করেনি।