চৌবাড়িয়ায় ভলিবল নক আউট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং যুব সমাজকে সুস্থ্য খেলা-ধুলায় উদ্বুদ্ধ করতে আনন্দ যুব কমিটি চৌবাড়িয়া সাতক্ষীরার আয়োজনে ৪ অক্টোবর শুক্রবার চার দলিও ভলিবল নক আউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ৷ ঐতিহ্যবাহি আহম্মাদ আলী মাস্টার (পি এন হাই স্কুল শিক্ষক) প্লে গ্রাউন্ডে খেলাটি উদ্বোধন করেন IFIC ব্যাংক কর্মকর্তা জনাব মাহমুদ চৌধুরী উজ্জ্বল ৷
আরো উপস্থিত ছিলেন চ্যানেল সিক্স সাতক্ষীরা প্রতিনিধি এস এম জিন্নাহ, ব্যাংক কর্মকর্তা আশরাফ আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । খেলা পরিচালনা কমিটিতে ছিলেন আলমগীর রহমান, মোখলেছুর, আসাদুল, মন্টু, সালাউদ্দিন, নাজমুল শাহদত রনি, বাবলু রহমান, রফিকুল, সাইদুল, পিয়ারুল, রাজু প্রমুখ I
Please follow and like us: