আজ ৭৩ ট্রাক পেঁয়াজ আসছে ভোমরা বন্দর দিয়ে
ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় গত কয়েকদিনে দেশজুড়ে পেঁয়াজের মূল্য আকাশ ছুঁয়েছে। এ অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ বোঝাই ৭৩টি ট্রাক আজ বাংলাদেশে প্রবেশ করবে।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার আগে ভোমরা বন্দরের ওপারে ৭৩টি পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষামাণ ছিল। সেই ট্রাকগুলো আজ দেশে ঢুকবে। তবে ভারত সরকার ফের অনুমতি না দেয়া পর্যন্ত নতুনভাবে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন না।
তিনি আরও বলেন, খুচরা বাজারে বেশি দামে বিক্রি হলেও পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে।
এদিকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই সাতক্ষীরার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি । গত তিনদিনে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে দাম। তিনদিন আগেও প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল ৩৫-৪০ টাকা। বর্তমানে তার দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় ক্রেতারা বাজারে এসে পেঁয়াজের এমন মূল্য বৃদ্ধিতে চরম ক্ষোভ প্রকাশ করছেন। বৃহস্পতিবার সাতক্ষীরার বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
শহরের পলাশপোল এলাকার বাসিন্দা রবিউল ইসলাম শুভ জানান, বাজারে এসে হঠাৎই দেখছি পেঁয়াজের মূল্য দ্বিগুণেরও বেশি। ফলে আমাদের মত সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সংসারে খরচ বেড়েছে। তবুও প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই কিনতে হচ্ছে।
শহরের বড়বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ কয়েকদিন যাবত আসছে না। ফলে বাজারেও এর প্রভাব পড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দামও কমে আসবে।