সাতক্ষীরার ক্যাসিনো ছেড়ে টমেটো চাষের পরামর্শ কৃষিমন্ত্রীর(ভিডিওসহ)
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্বৃত্ত যেই হননা কেন,তাকে ছাড় দেয়া হবেনা। তিনি ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ বাণিজ্য পরিচালনাকারীদের গ্রামের ক্ষেতে টমেটো চাষের মত লাভজনক পেশায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন। এছাড়া উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে পেয়াজ উৎপাদনে আগামীতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।
মন্ত্রী দুপুরে সাতক্ষীরার নগরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর ওপর মাঠ দিবসে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
https://www.facebook.com/1097067257079185/videos/508999246545286/
সাংবাদিকদের অন্যান্য প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী কমিটিগুলোতে অনুপ্রবেশকারীদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। আগামী বছর প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এর আগে নগরঘাটা মাঠে উচ্চফলনশীল টমেটো ক্ষেত পরিদর্শন করেন।