শ্যামনগরে জলদস্যুর সহযোগী ডাক্তার শরীফের বিচার চেয়ে মানববন্ধন করেছে জেলেরা
বৃহস্পতিবার বিকালে বুড়িগোয়ালিনী খেয়াঘাট চত্বরে জলদস্যুদের লালনপালনকারী ও জেলেদের টাকা আত্মসাতকারী ভন্ড ডাক্তার শরীফের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বুড়িগোয়ালিনী গাবুরা এলাকার জেলে বাওয়ালীরা । বুড়িগোয়ালিনী এলাকার শহিদুল ইসলাম বলেন আমার সুন্দরবনে কয়কটি কাকঁড়া ধরা নৌকা চলে তবে প্রতি গোনে বেশ কিছু টাকা দিতে হয় শরিফ ডাক্তার কে।
মানববন্ধনে বক্তব রাখেন মাস্টার মজিবর রহমান সভাপতি বুড়িগোয়ালিনী ৮ নং ওর্য়াড আওয়ামীলিগী , মানববন্ধে আরো বক্তব রাখেন গাজি আব্দুল হাকিম মাস্টার, আমজাদ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম সভাপতি আওয়ামী যুবলীগ বুড়িগোয়ালিনী ইউনিয়, মাছুম বিলাহ আহবায়ক শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগ, আসরাফুল আলম, জাকির সিদ্দিকী সোহাগ, মানববদন্ধে বক্তারা বলেনবুড়িগোয়ালিনীর মাটিতে দালান চক্র সহ সুন্দরবনের জেলে বাওয়ালীদের টাকা আত্মসাৎকারী ও সুন্দরবনের জলদস্যু এর লালনপালনকারী ডাক্তার শরীফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করেন, তাছাড়া বক্তারা আরো বলেন এই ভন্ড ডাক্তার শরীফের বাড়ি ভারতের মোল্লাখালি তে বাংলাদেশের বাড়ি শ্যামনগর উপজেলার ঈশরিপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় সে বেশ কয়েক বছর আগে বুড়িগোয়ালিনী তে এসে রাজত্ব কায়েম করেছে বক্তারা বলেন শরিফ ডাক্তারসহ তার ফ্যামিলিকে বুড়িগোয়ালিনী থেকে বিতাড়িত করা হোক। বক্তব্যে বুড়িগোয়ালিনী এলাকার সুন্দরবনের বনদস্যু আত্মসমর্পণ কারি মাসুম বিল্লাহ বলেন আমার কাছ থেকে ৫৯ হাজার টাকা নিয়েছে ঐ শরীফ ডাক্তার আমি তার সঠিক বিচার চাই
Please follow and like us: