মোশাররফ করিম এখন ‘ম্যাগনেট বাবু
খুবই বেছে বেছে কাজ করেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি তিনি শেষ করলেন ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের একটি নাটকের কাজ। এই নাটকের গল্প একেবারেই ভিন্ন।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ম্যাগনেট বাবুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি একদিন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন, হটাত্ করেই তার মাথার ওপর বজ্রপাত হয়। কিন্তু তিনি মারা যাননি, কয়েকদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যান। পরবর্তীতে বাবু পাড়ার সবাইকে বলেন তার হাতে বিশেষ ক্ষমতা আছে এবং তিনি সবার সঙ্গে প্রতারণা শুরু করেন।
পরিচালক বলেন, বাকি গল্প জানতে নাটকটি দেখতে হবে। তবে মোশাররফ করিম বলেন, ‘এমন গল্পে আমি এর আগে অভিনয় করিনি। ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র। দর্শকরা নাটকটি বেশ উপভোগ করতে পারবেন বলে আমি মনে করি।’
নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান ও পরিচালনা করেছেন তপু খান।
Please follow and like us: