কোনও পরিবারে বাল্য বিবাহ হলে তাদের ভিজিডি কার্ড বাতিল করা হবে- ইউএনও সাজিয়া
দেবহাটায় ভিজিডি কার্ডধারী সুবিধাভোগী কোন পরিবারে বাল্য বিবাহ সংঘটিত হলে তাৎক্ষনিক ভাবে ওই পরিবারের ভিজিডি কার্ড বাতিল করা হবে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন।
বৃহস্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিডি চক্রের সুবিধাভোগী সম্পর্কিত সভায় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দদের এ কথা জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন এসময় বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য একটি অভিশাপ। শুধু তাই নয় বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। এখনো গ্রামাঞ্চলে দারিদ্রতার বেড়াজালে আবদ্ধ অনেক পরিবার থেকে কিশোরীদের বাল্য বিবাহের বলি হতে হচ্ছে।
ইতোমধ্যেই বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। তবে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের দায়িত্বশীল সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাছাড়া ভিজিডি সহ সরকারী অন্যান্য সুবিধাভোগী কোন পরিবারে বাল্য বিবাহের খবর পেলে তাৎক্ষনিক ভাবে তাদের প্রাপ্ত সুবিধা বন্ধ সহ কার্ড বাতিলের ব্যবস্থা করতেও ইউপি চেয়ারম্যানদের প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।