কলারোয়ায় সাংবাদিক এর পিতা প্রয়াত আকবর হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী
কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আলহাজ্ব আকবর হোসেন মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার । ২০১৬ সালের ৩ অক্টোবর বার্ধক্যজনিত কারণে উপজেলার কাদপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি চন্দনপুর হাইস্কুলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। এছাড়া তাঁর জীবদ্দশায় তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। মরহুমের কনিষ্ঠ পুত্র মশিউর রহমান উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।
প্রয়াত আকবর হোসেন মোল্লার জামাতা আলহাজ্ব নুরুজ্জামান শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেনাপোল সিএন্ডএফ’র সহ-সভাপতি। ৩য় এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে কাদপুর গ্রামের বাড়িতে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে সকলকে শরিক হওয়ার আহবান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।