বনদস্যু জিয়া বাহিনীকে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছে ৩ জেলে
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিমবন বিভাগে আজ ০২ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বনদস্যু জিয়া বাহিনীকে মুক্তিপণের সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করে ৬ দিন পর বাড়িতে ফিরেছে অপহৃত ৩ জেলে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সুন্দরবনের ভারতীয় সীমানায় হুড়মুড়ি নামক স্থানে জেলেদের মুক্তি দেয় জিয়া বাহিনী। পরে অন্য একটি নৌকা যোগে অপহৃত ৩ জেলে নিজ নিজ বাড়িতে ফিরে আসে। অপহৃত ৩ জেলে হলেন- টেংড়াখালী গ্রামে মোকছেদ গাজীর ছেলে শাহাদাত গাজী, হরিণগর গ্রামে আশরাফ এবং ধুমঘাট গ্রামে আবুল কালাম।
ফিরে আসা জেলে শাহাদাত হোসেন জানায়, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে গহিন সুন্দরবনে হোগলডুবি খালে মাছ ধরার সময় গত ২৭ সেপ্টেম্বর রাতে মুক্তিপণের দাবিতে জিয়া বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে দেন দরবার করে ০১৭৪৮৫৯১৫১৫, ০১৮৮৬১৩৩১৩১ এবং ০১৭০৬০৮৮৭৫১ নম্বরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করার পরে জিয়া বাহিনীর ডেরা থেকে মুক্তি দেয়। শাহাদাত আরও জানায়, ৬সদস্য বিশিষ্ট বনদস্যু জিয়া বাহিনীর কাছে ৪টি আগ্নেয় অস্ত্র আছে। বাংলাদেশ সীমানায় জেলেদের অপহরণ করে ভারতীয় সীমানায় নিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে জিয়া বাহিনী।