আলোচনার ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবারো শুরু করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জানা যায়, বুধবার সকালে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
কিন্তু বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।
আর জাপান বলেছে, উত্তর কোরিয়া সম্ভববত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তির জানান দিতে এবং আমেরিকার সঙ্গে আসন্ন আলোচনায় কঠিন দর কষাকষি করতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গত জুনে দুই কোরিয়ার সীমান্তবর্তী বহুল আলোচিত পানমুনজাম গ্রামে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে সেসব সাক্ষাৎকারে তেমন কোন চুক্তিই বাস্তবায়নের মুখ দেখেনি।