কেশবপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও ডাঃ সৌমেন বিশ্বাসের সঞ্চালনায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
Please follow and like us: