তোমার গল্পে আমি” নাটকে সাতক্ষীরার আর.এম মেহেদী
নাট্যনির্মাতা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকতের হাত ধরে ছোট পর্দায় অভিষেক হয়েছে সাতক্ষীরার আর.এম মেহেদীর। জনপ্রিয় চিত্রনায়ক “দেশা দ্যা লিডার” খ্যাত শিপন মিত্র ও ছোট পর্দার নায়িকা অপ্সরা সুহি অভিনীত “তোমার গল্পে আমি” এ নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন আর.এম মেহেদী।
এ প্রসঙ্গে মেহেদী বলেন, ধন্যবাদ জি.এম সৈকত স্যার কে তার হাত ধরেই আমি টিভি নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটির মাধ্যমে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি, এবং সকলের ভালোবাসা পাই। এই নাটকটি খুব শিগ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখতে পাবেন। নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা জি.এম সৈকত, রচনা করেছেন ওসমান গনি বাবলা। এই নাটকে আরও অভিনয় করেছেন- রেহানা জলি, সাব্বির, সাইফুল, তুলি, সুজন রাজা, সানিহা, আলামিন, সাদ্দাম প্রমূখ।