তালায় জাতীয় কন্যা শিশু দিবস -২০১৯ পালিত
‘‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশে জন্য নতুন মাত্রা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে তালায় সোমবার(৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থ্য এবং দলিতের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, দলিতের প্রোগাম অর্গাইনাইজার নেপাল চন্দ্র দাশ, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগাম অর্গাইনাইজার চিন্তা দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শতশত ছাত্রী র্যালীসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দলিতের আয়োজনে গেঙ্গী ও ক্যাপ বিতরণ করা হয়। উল্লেখ্য যে, এবং ২০১৩ সালে ৩০ সেপ্টেম্বর জাতীয়ভাবে এ দিবসটি পালিত হয়ে আসছে। ২০১১ সালে ১৯ ডিসেম্বর এই দিবসটি জাতিসংঘ কর্তৃক অনুমতি পায় এবং ২০১২ সালে ১১ অক্টোবর দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।