জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে স্যানেটারী ন্যাপকিন বিতরণ
‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ’ কর্মসূচি প্রকল্পের আওতায় স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক ফরিদা ইয়াসমিন’র সভাপতিত্বে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মেয়েদের সমাজ জীবনে সতর্কতা ও সাবধনতা অবলম্বন করে চলতে হবে এবং মেয়েদের সত্য কথা বলে ও সত্য ইতিহাস জেনে বৈজ্ঞানিকভাবে বেড়ে উঠতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।