কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ এক মানববন্ধন কর্মসূচি পরে একটি বর্ণাঢ্য র্যালী বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “কন্যা শিশু শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা‘র সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রার জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম, উপজেলা তথ্য আপা মিরানা আক্তার, নবযাত্রার উপজেলা সমন্বয়কারী আব্দুর রাজ্জাক, সরকারি বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রজনী আক্তার, ৯ম শ্রেণির ছাত্রী শারমিন আহমেদ, ৭ম শ্রেণির শাহরিন নিগার প্রমুখ। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়ী সরকারী কালিগঞ্জ স্কুল ও কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ১০জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।