কালিগঞ্জের কুশুলিয়া মাঠে ৪ দলীয় নকআইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা যুব সংঘের আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল খেলায় বন্দকাটি ফুটবল একাদশ চ্যম্পিয়ান হওয়ার যোগ্যতা আজন করেছে। সোমবার বিকাল সাড়ে টায় কুশুলিয়া ফুটবল মাঠে শ্রীকলা ফুটবল একাদশ ও বন্দকাটি ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত।
খেলায় বন্দকাটি ফুটবল একাদশ ১-০ গোলে শ্রীকলা ফুটবল দলকে হারিয়ে খেলায় চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, সহকারী সোহাগ, তাপষ সৈয়েদ মোমিনুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন কুশুলিয়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি কাজী কাওফিল আরা সজল। খেলায় পৃষ্টপোষকতায় ছিলেন হাওদার পরিবহনের জিএম এনামুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভোমরার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নওশিদ দেলয়ার রাজু, কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোফাক্খারুল ইসলাম নীলু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তুরুন, সাবেক ফুটবলার কাজী লালন প্রমুখ।