কাদাকাটি স্কুল মাঠে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মিনিস্টার ফ্রিজের সৌজন্যে আশাশুনি কাদাকাটি রাখাল রাজা যুব কমিটি উদ্যোগে কাদাকাটি সরকারী প্রাইমারী স্কুল মাঠে ২৯শে সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকায় ১৬ দলীয় নক আউট মিনি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ১৬ দলীয় মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবে সাবেক সভাপতি মুজিবার রহমান,বুধহাটা মিনিস্টার শোরুমের মার্কেটিং ম্যানেজার সবুজ আহমেদ ও মার্কেটিং অফিসার আবুল খায়ের, কাদাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল হক, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সাংবাদিক সোহরাব হোসেন, কার্তিক চন্দ্র মন্ডল, হান্নান সরদার, মেম্বার হরেকৃষ্ণ মন্ডল,মেম্বার শাশসতী সরকার,রজব মাস্টার সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনা করেন রাখাল রাজা যুব কমিটির অসীম কুমার মন্ডল,গনেষ চন্দ্র মন্ডল, বিশ্বজিত মন্ডল, মিলন মন্ডল,বৃঞ্জ রায়,তপন সরকার, অনুপম মন্ডল,সমীরণ মন্ডল,নব কুমার রায় প্রমুখ। কাদাকাটি দক্ষিণ কালীবাড়ি যুব সংঘ ১-০ গোল করে যদুয়ার ডাংগা সপ্ত পল্লী ফুটবল একাদশ কে হারিয়ে বিজয়ী লাভ করে। ধারা বিবরণীতে ছিলেন সবুজ আহমেদ, দিপু সরকার।
মাঠ পরিচালনা করেন বা রাইচম্যানের দায়িত্বে ছিলেন সাজু আহমেদ,সহকারী ছিলেন মশিউর রহমান ও শ্যামল রায়।
বিজয়ী কাদাকাটি দক্ষিণ কালীবাড়ি যুব সংঘ চ্যাম্পিয়ন দলকে একটি মিনিস্টার ফ্রিজ ও যদুয়ার ডাংগা সপ্ত পল্লী ফুটবল রানার্সআপ একাদশ কে একটি ১৪ কালার টিভি তুলে দেওয়া হয়।