কাদাকাটিতে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টে দঃ কাদাকাটি কালিবাড়ী দল চ্যাম্পিয়ন
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাদাাকাটি দক্ষিণ কালীবাড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার বিকালে কাদাকাটি হিন্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলুন খেলাকে হা বলুন” শ্লোগানকে সামনে রেখে মিডিয়া পার্টনার মিনিস্টার মাই ওয়ান প্লাজা বুধহাটার সহযোগিতায় কাদাকাটি উত্তর পাড়া রাখাল রাজা যুব সংঘের আয়োজনে, ফাইনাল খেলায় কাদাকাটি দক্ষিন কালিবাড়ি ফুটবল একাদশ ও যদুয়ারডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাদাকাটি দক্ষিণ কালিবাড়ি ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে যদুয়ারডাঙ্গা দলকে পরাজিত করে। একমাত্র গোলটি করেন বিজয়ী দলের আফ্রিদী। খেলা পরিচালনা করেন সাজু। সহকারী রেফারী ছিলেন মশিউর রহমান ও অমল সরকার। বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিনিস্টার ও মাই ওয়ান এর রিজিওনাল ম্যানেজার এবং টিভি চ্যানেল আনন্দ এর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, অবঃ শিক্ষক রজব আলি, মেম্বার হরেকৃষ্ণ, মহিলা মেম্বার শাশ^তী রানী, প্রধান শিক্ষক শংকর গাইন প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন সবুজ আহমেদ ও দীপু সরকার। সবশেষে অতিথিবর্গ চ্যাম্পিয়ন দলকে মিনিস্টার ফ্রিজ ও রানার আপ দলকে মিনিস্টার টিভি পুরস্কার প্রদান করেন।