আশাশুনিতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ কার্যক্রমের মহিলা সমাবেশ
আশাশুনি উপজেলার কুল্যায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সমাবেশে আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সাংবাদিক সোহরাব হোসেন, ইউপি সচিব, ইউপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জাহাঙ্গীর আলম।