আশাশুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের ২০১৮-১৯ অর্থ বছরের অবকাঠামো উপ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেঞ্চ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজা, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, আরডিও বিশ^জিৎ ঘোষ, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, বুধহাটা বিবিএম কলেজিয়েৎট স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন, মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ সেট করে প্লাস্টিকের মূল্যবান বেঞ্চ প্রদান করা হয়।