সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে: র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ দাবি করে বলেছেন, সব ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বনানীর হোটেল নরডিকে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতা সম্বলিত বিশেষ মহড়ার পর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এখন এটা করতে গিয়ে হয়তো আরো অন্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে যাক, সেটা আমরা চাই না।’
জঙ্গিবিরোধী অভিযানের ব্যাপারে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, হলি আর্টিজান হামলার ঘটনার পর র্যাব তাদের বাহিনীর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের সঙ্গে সঙ্গে আমাদের অন্য সব বাহিনী তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করতে সক্ষম।
উল্লেখ্য, জঙ্গি অভিযানে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর বনানীতে নরডিক হোটেলে কমান্ডো মহড়া পরিচালনা করেছে র্যাব। মহড়ায় র্যাবের স্নাইপার ও কমান্ডো টিমসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীনসহ র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।