তালার প্রতিবন্ধি আলমগীর হোসেন বাঁচতে চায়
তালার কুমিরা দাঁদপুর গ্রামের দিনমজুর গফফার খান এর একমাত্র পুত্র প্রতিবন্ধি আলমগীর হোসেন(২৩) বাঁচতে চাই। তিনি chiari type-1 & hydrocephalus রোগে ভুগছেন।
অসুস্থ্য আলমগীর হোসেন এর পিতা দিনমজুর গফফার খান বলেন, আমার ছেলে শিশু অবস্থায় ভাল ছিলো। বয়স বাড়ার সাথে সাথে তার মাথা মোটা হয়ে যায়। তালা,সাতক্ষীরা,খুলনা যশোর বিভিন্ন হাসপাতালসহ অনেক স্পেশালিষ্ট ডাক্তার দেখিয়েছি। কোন কাজ না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।
সেখানে ডাক্তার ওয়াহেদুজ্জামান আমার ছেলের মাথা অপারেশন করে। অপারেশনে মাথা সামান্য ঠিক হলেও হাত,পা,কাঁধ বিকলঙ্গ হয়ে যায়। নিজের একমাত্র সন্তানকে চিকিৎসা করানোর জন্য ভারতে নীলরতন হাসপাতালে নিয়ে যায়। সেখানের ডাক্তার গৌর কুমার দাশ বলেন, ছেলের ভুল চিকিৎসা করা হয়েছে। এখানে ভাল করতে হলে ২লক্ষ টাকা লাগবে। টাকা যোগাড় করতে না পেরে ছেলের চিকিৎসা করাইতে পারছি না।
তিনি আরও বলেন, আমার চাষযোগ্য ২০শতক ও ভিটাবাড়ী ৫শতক মোট ২৫শতক জমির মধ্যে ছেলের চিকিৎসার জন্য ভিটাবাড়ী ৩শতক বাদে সব জমি বিক্রি করে দিয়েছি। ছেলেটি বর্তমানে মোটেও চলাফেরা করতে পারে না। বেডে প্রসাব পায়খানা করে। হুইল চেয়ারেও বসতে পারেনা। একমাত্র সস্তানকে বাঁচাতে বিত্তবান ও স্বহৃদয় মানুষের কাছে আর্থিক সাহয্যের আবেদন করছি। আর্থিক সাহায্যের ঠিকানাঃ মোঃ গফফার খান- বিকাশ নম্বর-০১৭৯১১-৩৫৩২৭।