সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান অস্ত্র, গুলি সহ দুই বনদস্যু আটক
পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনে হলদে বুনিয়া বন অফিস সংলগ্ন আমড়াতলী খালে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কৈখালী কোস্টগার্ড সদস্যরা। আজ শুক্রবার ভোরের দিকে কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার পিও আমির হোসেন এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অস্ত্র ও গুলি সহ দুই বনদস্যুকে আটক করে।
এসময় বনদস্যু কাজে ব্যবহৃত ৫টি নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। সংগত কারণে দুই বনদস্যুর নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। পেটি অফিসার আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াতলী খালে জোনাব বাহিনীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে দুই বনদস্যু সহ দুইটি দু-নলা বন্দুক ও একটি নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক বনদস্যুদের পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে তিনি জানান।