দেবহাটায় ছাত্রলীগ নেতার ষড়যন্ত্র থেকে রেহাই পেতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য অনুমোদিত কমিটির সভাপতি জারিফুরের ষড়যন্ত্র ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়েরের পরও রেহাই না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন কওছার আলী মোড়ল নামের ভুক্তভোগী এক ব্যবসায়ী। তিনি নাংলা বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
এর আগে গত রবিবার (২২ সেপ্টেম্বর) কওছার আলী বাদী হয়ে নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য অনুমোদিত কমিটির সভাপতি জারিফুল ইসলাম সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কওছার আলী বলেন, দীর্ঘদিন ধরেই নাংলা বাজারে অবস্থিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, অকথ্য ভাষায় গালি গালাজ করতো জারিফুল সহ তার সাঙ্গপাঙ্গরা।
এ বিষয়ে কিছু বলতে গেলেই আমি ও আমার ভাই মনিরুলকে মারতে উদ্যত হতো তারা। নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদনের পরদিন শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জারিফুল সহ অজ্ঞাত আরো ২/৩ জন আমার দোকানে ঢুকে নিজেকে ছাত্রলীগ সভাপতি হিসেবে জাহির করে বিশৃঙ্খলা সৃষ্ঠি করে। এসময় বাঁধা দিতে গেলে দোকানের মালামাল লাথি মেরে ফেলে দেয় জারিফুল।
পাশাপাশি আমাকে ও আমার ভাই মনিরুলকে মারপিট করতেও উদ্যত হয় তারা। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছালে জারিফুল ও তার সাঙ্গপাঙ্গরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িনোর হুমকি দেয়। সংবাদ সম্মেলনে কওছার আলী আরো বলেন, ঘটনাটি নিয়ে রবিবার ছাত্রলীগ নেতা জরিফুল সহ কয়েক জনের বিরুদ্ধে আমি বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
যা পরবর্তীতে সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু অভিযোগটি দায়েরের পর থেকে অব্যাহতভাবে হুমকি ধামকি সহ আমাদের বিরুদ্ধে আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জারিফুল। এমনকি আমাদের স্কুলে অধ্যয়নরত মেয়েকে বাল্য দিয়ে দেয়া হয়েছে বলেও এলাকায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। যা সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। তাছাড়া আমাদের অভিযোগটি দায়েরের পর নিজেকে বাঁচাতে আমাদের বিরুদ্ধেও পাল্টা একটি মিথ্যা ষড়যন্ত্র মুলোক অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রলীগ নেতা জারিফুল।
বর্তমানে জারিফুল ও তার দলবলের হুমকি আর অত্যাচারে আমাদের পরিবারটি ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে অব্যহত ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়ার পাশাপাশি দায়েরকৃত অভিযোগটি তদন্ত পরবর্তী মামলা হিসেবে নথিভুক্ত করে ছাত্রলীগ নেতা জারিফুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন কওছার আলী।