ছাগল পালন করে স্বাবলম্বী হতে চায় খাজরার রাজ্জাক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা গ্রামের মৃত ফজর আলী সানার ছেলে আঃ রাজ্জাক (৪৫) ছাগল পালন করে স্বাবলম্বী হতে চায়। কয়েক বছর আগে বিদেশ থেকে ফিরে শখের বসত একটি ছাগল ক্রয় করে পালন শুরু করে। ছাগল পালনে বেশি লাভজনক হওয়ায় বাণিজ্যিক ভাবে ছাগল পালনে আগ্রহী হয়ে নিজেই একটি ছাগলের খামার গড়ে তুলেছে।
খামারী আঃ রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির পনেরটি ছাগল দেখাশুনায় ব্যস্ত সময় পার করছেন। তার কাজে সাহায্য করছে স্ত্রী। দুজন মিলে এখন সফল ভাবে ছাগলের খামার করতে চায়।
খামারী আঃ রাজ্জাক এ প্রতিবেদককে জানান এক একটি ছাগলের পিছনে তার দৈনিক ব্যয় একশ থেকে দেড়শত টাকা। পূর্ণ বয়স্ক ছাগল বিক্রি করে তার আট থেকে দশ হাজার টাকা লাভ থাকে। ছাগল পালনের পাশাপাশি তার বসত বাড়িতে গড়ে তুলেছেন ফলজ,বনজ,ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।
বাগান ঘুরে দেখা যায় মাল্টা লেবু ফলন দেওয়া শুরু করেছে। থোকা থোকা ঝুলছে স্থানীয় ভাষায় কাগজী লেুব। এছাড়াও তার বাগানে আছে বিদেশী তেঁতুল গাছ,খাজুর গাছ,চা গাছ প্রভৃতি।
আশাশুনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান জানান আমরা উক্ত কৃষকের বাগান পরিদর্শনে যাবো। তার সব ধরনের সাহায্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করবো।
আশাশুনি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান খামারী আঃ রাজ্জাক রেজিঃ ভুক্ত হলেই আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণ দেব। এছাড়াও বিভিন্ন পরামর্শ দেব।