আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ ডিলারকে জরিমানা

আশাশুনি উপজেলার ৩ সার ও কিটনাশক ডিলারকে নিম্ন মানের সার রাখার দায়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ জরিমানা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির পক্ষ থেকে উপজেলার বুধহাটা বাজারের সার ডিলার পঞ্চানন দেবনাথের পুত্র প্রতাপ কুমার দেবনাথ, ঠাকুর চরণ ঘোষের পুত্র নির্মল কুমার ঘোষ ও আলহাজ্ব আঃ মাজেদ গাজীর পুত্র আনোয়ার হোসেনের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে মুক্তা জিংক, ব্র্যাক জিংক ও সুরমা জিংক সার জব্দ করে মান পরীক্ষার জন্য খুলনায় প্রেরন করা হয়েছিল। পরীক্ষা রিপোর্টে সারের মান সঠিক থাকার জন্য যেখানে সর্ব নিম্ন ৩৬% থাকার কথা সেখানে যথাক্রমে ২৬.৬%, ২০% ও ৫% রয়েছে বলে উল্লেখ করা হয়।

ফলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার সার ডিলারদের প্রত্যেককে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৫/২ ধারায় ৩০০০ টাকা করে ৯০০০ টাকা জরিমানা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)