পুত্রবধূর ছেলেসন্তান না হওয়ায় শাশুড়ির আত্মহত্যা
একটু একটু করে টাকা জমিয়ে সোনার লকেট কিনেছিলেন। ইচ্ছে ছিল, নাতির মুখ দেখবেন সোনার লকেট দিয়ে। তবে তার সব আশা চুরমার করে দেয় পুত্রবধূ। আর দুঃখ সামলাতে না পেরে বিষ খেলেন ওই নারী।
এই মর্মান্তিক ঘটনাটি রোববার ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায়। তার পুত্রবধূ কন্যাসন্তানের জন্ম দেয়ায় আত্মঘাতী হন আন্না নামের ওই নারী।
তার চার ছেলে আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল। কয়েক বছর আগে আন্নার বড় ছেলে গৌতম মণ্ডল বিয়ে করেন। গত ১৪ সেপেটম্বর স্থানীয় এক হাসপাতালে তার স্ত্রী শিশুকন্যার জন্ম দেন।
এ ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন আন্না। খাওয়া-দাওয়া এক প্রকার ছেড়েই দেন। এ নিয়ে তার বড় ছেলে বলেন, আমার ছেলে হবে বলে তিনি আশা করেছিলেন। মায়ের ইচ্ছা ছিল নাতিকে সোনার লকেট দেবেন। টাকা জমিয়ে অনাগত নাতির জন্য সোনার লকেটও কিনেছিলেন।
কন্যাসন্তানের জন্ম হওয়ার রাতেই নিজ ঘরে বিষ পান করেন আন্না। রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।