ক্রেডিট কার্ড হারিয়ে গেছে? তাৎক্ষণিক করুন এই কাজগুলো
আজকাল নগদ টাকার লেনদেন অনেকাংশেই কমে আসছে। প্রতিদিনের জীবনযাত্রায় কেনাকাটা, কাঁচা বাজার, বাসের টিকিট থেকে প্লেনের, বিদ্যুতের বিল থেকে হোটেল বুকিং সব কিছুর জন্য ক্রেডিট কার্ডের জুড়ি নেই।
এই কার্ডের মাধ্যমে খুব সহজেই প্রয়োজনীয় সব কেনাকাটার খরচ কমাতে পারেন। তাছাড়া কার্ড ব্যবহারে টাকা হারানোর ভয় থাকে না। আর কার্ডে কেনাকাটা করলে অনেক অফার ও উপহারও পাওয়া যায়। তবে ক্রেডিট কার্ডটি সব সময় নিরাপদে রাখা উচিত। কিন্তু তারপরও যদি কার্ডটি হারিয়ে বা চুরি হয়ে যায় তবে জেনে নিন সেক্ষেত্রে করণীয়-
১. যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন। ফলে এই কার্ড থেকে আর কোনো ধরনের লেনদেন করা যাবে না। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও আছে কিনা।
২. মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন। ফলে কার্ডে কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসবে।
৩. কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।
৪. কেনাকাটা করার বিল দেয়ার সময় কাউন্টারের সামনে থাকুন।
৫. কার্ড যদি হ্যাক হয় এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।