সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতির প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা মেডিকেল কলেজে মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে তলব করা ৯ চিকিৎসক সহ মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিবাজ চিকিৎসকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামী রবিবার আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য-পরিষদের সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
তারা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজে সিন্ডিকেট করে পরস্পর যোগসাজশে দরপত্রে মালামালের উচ্চ মূল্য দেখিয়ে মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ চিকিৎসকে তলব করেছে দুর্নীতিদমন কমিশন দুদক।

ইতোমধ্যে দুদকে হাজিরাও দিয়েছেন ওই চিকিৎসকরা। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)