ফিংড়ী ইউনিয়নে সমতা প্রকল্পের দুইদিন ব্যাপি ওরিয়েন্টেশনের উদ্বোধন
ওরিয়েন্টেশন অন ইনক্লুসিভ এ্যাসেসমেন্ট অফ ওয়াশ ইন ইস্কুল ইউথ টুলস ফর এ্যাকসেসেবিলিটি অডিট এর সমতা প্রকল্পের দুইদিন ব্যাপি ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ফিংড়ী ইউনিয়নের হলরুমে ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, সিবিও এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
দাতা সংস্থা (ডি এফ এটি) অর্থায়নে ও ডি.আর.আর এ’ বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার সানা, সদর উপজেলার সমাজ সেবা অফিসার মো: রোকোনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাভা এ, কে এ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাজউদ্দীন সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন, ডি আর আর এ’র ডি আই টি নীলৎপল মন্ডল, ডি আই এফ সিরাজুল ইসলাম প্রমূখ।