কেশবপুরে দু-মহিলা চোরের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
কেশবপুর হাসপাতাল থেকে আটক ২ মহিলা চোরকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানাগেছে, সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে মহিলা রোগীদের লম্বা লাইনের ভিতরে দুই মহিলার চলাফেরা দেখে প্রথম থেকেই সবার সন্দেহ হয়।
এক পর্যায়ে লাইনে দাঁড়ানো রোগীদের মধ্যে দুই জনের নগত ৫ শ টাকা ও অপর দুই জনের দুটি মোবাইল সেট চুরির ঘটনা ঘটলে হাসপাতালের সিসি ক্যামেরার সহযোগিতায় স্থানীয় লোকজন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রাজনগর দত্তপাড়া গ্রামের এহেন আলীর মেয়ে মল্লিকা খাতুন (২৫) ও রোজিনা খাতুন(২০)নামে দুই মহিলা চোরকে আটক করে।
সংবাদ পেয়ে কেশবপুর থানার এস.আই তাপস হাসপাতাল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান তাঁর দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন।